শারজায় স্যামসন ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস। রাজস্থানের জার্সিতে যশশ্বী জয়সওয়াল অভিষেক ম্যাচে মাত্র ৬ রানে আউট হয়ে ফিরতে ৩ নম্বরে ব্যাটিং করতে এসে স্মিথের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ সঞ্জু স্যামসনের। হাঁকালেন ৩২ বলে ৭৪ রান। ইনিংস সাজানো ১টি চার ও ৯টি ছক্কা দিয়ে।

আইপিএল ২০২০তে রাজস্থানের জার্সিতে প্রথম ম্যাচেই বিধ্বংসী শুরু সঞ্জুর। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকান। সঞ্জুর এমন ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন গম্ভীর। প্রশংসায় গম্ভীর লেখেন, ‘তরুণদের মধ্যে সঞ্জু শুধুমাত্র সেরা উইকেটকিপারই নয়, সেরা ব্যাটসম্যানও বটে।’ তাঁকে যোগ্য সংগত দিয়ে অধিনায়ক স্মিথ এদিন ৬৯ রান হাঁকালেন। স্মিথের ইনিংস সাজানো ৪টি চার ও ৪টি ছয় দিয়ে। দুই ডানহাতির এমন ঝড়ো ব্যাটিংয়ে পর শেষে ৮ বলে ২৭ রনের ক্যামিও ইনিংস জোফরা আর্চারের। এনগিদির শেষ ওভারে উঠল ৩০ রান। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২১৬ রান তুলল রাজস্থান। ম্যাচ জিততে চেন্নাইয়ের টার্গেট ২১৭ রান। চেন্নাই এই রান তাড়া করতে পারলে আইপিএলের ইতিহাসে, এটাই সবেচেয়ে বেশি রান তাড়া করে জয় আসবে।

  • Website Designing